পলাশবাড়ীতে নতুন ইউএনও শেখ জাবের আহমেদের যোগদান

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৩:২২
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃগাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ জাবের আহমেদ। তিনি ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ।

শেখ জাবের আহমেদ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি অর্জন করেছেন। প্রশাসনিক জীবনের শুরুতে শরীয়তপুরে সহকারী কমিশনার হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে শেরপুর জেলার শ্রীবরদীতে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা, বিবাহিত ও দুই সন্তানের জনক। ২৩ অক্টোবর ২০২৫ তারিখে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন এবং ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পলাশবাড়ীতে দায়িত্ব গ্রহণ করেন।

স্থানীয় প্রশাসন ও জনগণ তাঁর যোগদানের মাধ্যমে পলাশবাড়ীর প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্যম ও গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন