অফিস ডেস্ক
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মিরপুর বাজারের মুদি ব্যবসায়ী নুরুন্নবী মিয়া (৩৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালের দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।নিহত নুরুন্নবী মিয়া সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
এর আগে গত ২৮ অক্টোবর দিবাগত রাতে মিরপুর বাজার সংলগ্ন রাস্তার মোড়ে একদল দৃর্বৃত্তের হাতে নুরুন্নবী মিয়া হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নুরুন্নবী মিয়া মিরপুর বাজারে তার মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে মিরপুর বাজার সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাকে পথরোধ করে। এরপর তাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করা হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা টের পেয়ে ঘটনা স্থলে গেলে দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে।
এ অবস্থায় নুরুন্নবী মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান স্বজনরা। সেখানে প্রাইম মেডিকল কলেজ হাসপাতালে রোববার সকালে তার মৃত্যু হয়।এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, নুরুন্নবী মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।