ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত-অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৭:৪২
photo

পলাশবাড়ী(গাইবান্ধা)সংবাদদাতাঃ-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন,
 

“জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।”
 

রোববার (১৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় পলাশবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের উদ্যোগে আন্দুয়া কারিগরি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 

ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও গোলাম সাকলাইন ডিপটির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক এবং জেলা জামায়াতের সুরা সদস্য একরামুল হক।
 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পৌর মেয়র পদে জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল ইসলাম চান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তালেব মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 

বক্তারা বলেন, জামায়াত সবসময় ন্যায়, আদর্শ ও উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে। তাই জনগণের ভোটের মাধ্যমে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শেয়ার করুন