পলাশবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
২০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৭:৩৩
পলাশবাড়ী( গাইবান্ধা) প্রতনিধিঃ -“সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিই লক্ষ্য” — এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি কলেজ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় পলাশবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা, তরুণ সমাজের প্রতিনিধিরা এবং আগ্রহী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী সরকারি কলেজ শিবিরের সভাপতি শাহাদাত হোসেন পলাশ, এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি জুয়েল সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি ইউসুফ আল কারজাভি।
বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রশিবির সভাপতি সৈয়দ আজহারুল ইসলাম এবং পৌর সেক্রেটারি শেখ রুহানি।