বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো যাবে না-সালাহউদ্দিন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:০১
photo

৭১ ভিশন ডেক্স:-বিএনপিকে জুলাই গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

 

রোববার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে শুক্রবার জুলাই সনদ সইয়ের দিন দাবি আদায়ে বিক্ষোভ করেন ‘জুলাই যোদ্ধারা’। 

 

তাদের নিয়ে বক্তব্যের জন্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বিষয়টি স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির এই নেতা।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে এখন পর্যন্ত বিএনপির ৪২২ জন নিহত হয়েছেন। আমরা ছবিসহ তাদের তালিকা প্রকাশ করেছি। 

 

জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ বিসর্জন দিয়েছেন-এই সংখ্যা আরও বেশি। দীর্ঘ ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির যে ভূমিকা, যে সংগ্রাম, যে ত্যাগ, তার সিঁড়ি বেয়ে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

 

এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে রক্তের সোপান তৈরি হয়েছে। শাপলা চত্বরের যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। সেটা মনে রাখতে হবে।

 

নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন আহমদ স্থায়ী কমিটির এ সদস্য বলেন, কোনো একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল-যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, তাদের সবার অবদানে গণ-অভ্যুত্থান হয়েছে। মাত্র ৩৬ দিনের আন্দোলনে একটা ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছে বলে যদি মনে করা হয়, তবে তা সঠিক নয়। এটা হচ্ছে ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল। সুতরাং বিএনপিকে জুলাই গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না।

 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শনিবার একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলনে আমার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। আমাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আমি এটাকে স্বাগত জানাই। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সঙ্গেই তারা কথাগুলো বলেছে। আমি মনে করি, বিষয়টি পরিষ্কার করা দরকার।

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শুক্রবার জুলাই জাতীয় সনদের ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে বেলা ১১টা থেকে ১২টার দিকে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে। সেই পরিপ্রেক্ষিতে আমাকে প্রশ্ন করা হলে বলেছিলাম, ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন আমাদের সঙ্গেও কথা বলেছিল।

 

ঐকমত্য কমিশনের সঙ্গেও কথা বলেছে। তাদের একটা যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছি। কথা বলেছি। সেটা ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন। সেটা প্রেসে বলেছেন। সংশোধন করেছেন। এরপর তাদের অসন্তোষ থাকার কথা নয়। 

যে বিশৃঙ্খলা হয়েছে, তারা খোঁজ নিয়েছেন। এটা 

 

তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেটা সেদিন দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তি, সংগঠন ও শক্তিকে সম্মানিত করার চেষ্টা করেছি। যাতে কেউ জুলাই যোদ্ধাদের এসব কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করতে না পারে। তাদের সম্মানহানি না হয়। কারণ, জুলাই গণ-অভ্যুত্থান জাতীয় জীবনের জন্য শক্তি।

 

 সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই। জাতি বিনির্মাণ করতে চাই। সেজন্য আমরা সব সময় তাদের সম্মানের চোখে দেখেছি, দেখব, দেখতে হবে।

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমার বক্তব্য হলো, জুলাই গণ-অভ্যুত্থান জাতীয় জীবনের একটি লিডিং ফোর্স, ড্রাইভিং ফোর্স। 

 

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের মধ্যে কোনো দাগ লাগুক, তা আমরা কখনো চাইতে পারি না। যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সবাই যেন এ বিষয়ে সাবধানতা অবলম্বন করেন, আমরা সবাইকে সেই আহ্বান জানাই। 

 

সালাহউদ্দিন আহমদ তার বক্তব্য ‘কাটিং’ করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেওয়া থেকে সব মহলকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে মনে করেন কি না-সাংবাদিকের এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, ‘আমি মনে করি না বিকৃত করা হয়েছে। তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়।’

 

সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনাগুলো প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়গুলো তদন্তাধীন আছে। সরকারও একটা তদন্তদল করেছে। তাদের ফাইন্ডিংস কী আসে, দেখা যাক। তবে আমার মনে হয়, কিছু ঘটনা একই সূত্রে গাঁথা। দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তোবা এগুলো করা হয়ে থাকতে পারে। 

কোনো গোষ্ঠী, হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না।

শেয়ার করুন